33 C
Dhaka
Sunday, May 28, 2023

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে রংপুর জেলা প্রশাসন

গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর ৭নং ওয়ার্ডের চওড়ার হাট হাফিজিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সন্ধ্যা ঘটনাস্থলে পৌঁছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় শিক্ষার্থীদের শুকনো খাবার, শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয়।

রংপুর মহানগরীর ৭নং ওয়ার্ডের চওড়ার হাট হাফিজিয়া মাদ্রাসায় দুপুরে হঠাৎ আগুন লাগে। আগুনে মাদ্রাসার কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীদের একজন জানান, ঘরের সব পুড়ে গেছে। পোশাক, বিছানাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, খবর পেয়ে জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান স্যার এর নির্দেশে ছুটে যাই মাদ্রাসায় অসহায় ওই শিক্ষার্থীদের পাশে। রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও ২০টি কম্বল দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতাও করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো