30 C
Dhaka
Wednesday, August 17, 2022

অনলাইনে পরীক্ষা গ্রহণের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো কুবি’র ইংরেজি বিভাগ

মাঈনউদ্দীন হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগে ১২ তম আবর্তনের ২২৫ কোর্সের অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রথম কোন বিভাগ হিসেবে অনলাইনে সেমিষ্টার পরীক্ষা নিলো বিভাগটি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় অনলাইন প্ল্যাটফর্ম গুগল ক্লাসরুমের মাধ্যমে অনলাইনে সেমিষ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিভাগটির বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সজিব বলেন, দুই বছর এক সেমিষ্টারে থেকে অনেক ডিপ্রেশনে ছিলাম। শিক্ষকদের অনেক ধন্যবাদ অনলাইনে পরীক্ষা বাস্তবায়ন করায়। ট্রেনিং এবং ডেমো পরীক্ষা নেওয়ায় পরীক্ষা দিতে কোন সমস্যা হয় নি। করোনায় সেশনজট কমাতে অনলাইনে পরীক্ষাই একমাত্র সমাধান।

বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, অনলাইন পরীক্ষা নেওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল। উপাচার্য মহোদয়ের অনুপ্রেরণায় এবং বিভাগের শিক্ষকদের সহযোগিতায় আমরা চ্যালেঞ্জটি সফলতার সাথে মোকাবেলা করেছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সেশনজট কমানো, স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা যখনই অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখনই অপশক্তি মাথা চড়া দিয়ে উঠেছে। বিভিন্ন ভাবে আমাদের অপদস্ত করার চেষ্টা করেছে। শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো