35 C
Dhaka
Wednesday, June 7, 2023

অনলাইনে পরীক্ষা দিতে চান ববির ৮৭ শতাংশ শিক্ষার্থী

আয়শা সিদ্দিকা, ববি প্রতিনিধি:- করোনা মহামারির মধ্যে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে চান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৮৭ শতাংশ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে এই জরিপ পরিচালনা করেন।

গত ২৭ জুন থেকে শুরু হওয়া জরিপটিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় সকল বিভাগের ১০১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারমধ্যে অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেন ৮৭.৭ শতাংশ শিক্ষার্থী এবং অনাগ্রহ দেখান ১২.৩ শতাংশ শিক্ষার্থী। আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে মাস্টার্সের ১৪ শতাংশ, স্নাতক শেষ বর্ষের ১৩ শতাংশ, তৃতীয় বর্ষের ১২.৫ শতাংশ এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের যথাক্রমে ৩৩.৪ ও ১৯.৯ শতাংশ শিক্ষার্থী মতামত প্রকাশ করেন।

দীর্ঘ দিনের সেশনজট এবং লাগামহীনভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা না দেখে এমন সিদ্ধান্ত নেন তারা।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ মিরান হাওলাদার বলেন, “বর্তমান বিশ্বে সবার কাছে আতঙ্কের নাম হলো করোনা ভাইরাস। ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।দেশে যে হারে করোনা ভাইরাস বাড়ছে তাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোন সম্ভাবনা নেই। এই সময় যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে কোন শিক্ষার্থীকে সেশনজটে পড়তে হবে না এবং লেখাপড়া ঠিক ভাবে চালিয়ে যেতে পারবে।”

এ বিষয়ে আরও কথা বলেছিলাম ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম এর সাথে। তিনি বলেন, “করোনা মহামারির মধ্যে অনলাইন পরীক্ষার কোনো বিকল্প নেই। এতে কিছুটা হলেও সেশনজট কমবে। তাছাড়াও বাসায় বসে পরীক্ষা দেয়ার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও অনেকটা কম থাকবে।”

অনলাইন পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন বলেন, “এবিষয়ে আমাদের একটি কমিটি ইতোমধ্যেই রয়েছে, তারা প্রাথমিকভাবে অনলাইনে পরীক্ষার বিষয়ে সুপারিশও করেছে, বর্তমান পরিস্থিতিতে এই কমিটি বৈঠকে বসে ফাইনাল পরীক্ষা কীভাবে অনলাইনে নেওয়া যায়, সে বিষয়ে কাজ করবে।”

উল্লেখ্য যে,গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে। এরই মধ্যে সেশনজট কমাতে প্রতিটি বিভাগের ইন্টার্নাল পরীক্ষাগুলো গত ১৫ জুন থেকে অনলাইনে নেয়া হয়েছে এবং পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি লক্ষ করা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো