28 C
Dhaka
Sunday, March 26, 2023

অবিলম্বে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নাজমুল হোসেন, জবি প্রতিনিধি: ১ লা সেপ্টেম্বর (বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেপ্টেম্বরে পরীক্ষা শুরুর দাবিতে মানববন্ধনের আয়োজন করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনের সময় শিক্ষার্থীরা ৫ দিনের মধ্যে পরীক্ষার চূড়ান্ত ঘোষণার দাবি জানায়।
শিক্ষার্থীরা বলেন, “আমরা অনলাইনে বা অফলাইনে পরীক্ষা শুরুর দাবি জানাচ্ছি। পরীক্ষার অনিশ্চয়তার কারণে আমরা এখন মানসিকভাবে বিধ্বস্ত। যদি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কিছু সমস্যা থাকে তাহলে আমরা চাই অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। আমরা চাই এই মাসের মধ্যে সেমিস্টার পরীক্ষার রুটিন। ”

শিক্ষার্থীরা আরও বলেন, “আমাদের মূল্যবান দেড় বছর ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, আমরা এখন সবাই ক্ষতির মধ্যে আছি।তাই আমরা অনলাইনে বা অফলাইনে পরীক্ষার অবিলম্বে ঘোষণা চাই।

বিভিন্ন বিভাগ ও সেশনের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো