29 C
Dhaka
Tuesday, June 6, 2023

অবিশ্বাস্য হলেও সত্য বকনা বাছুর দুধ দিচ্ছে!

অবিশ্বাস্য হলেও সত্য প্রজনন ছাড়াই ১৪ মাসের বকনা বাছুর দুধ দেওয়া শুরু করেছে। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামে।

জানা যায়, সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চল মাহমুদপুর দক্ষিণপাড়ার মৃত তাইজুল মোল্লার ছেলে কৃষক আজমত মোল্লার বাড়ির পোষা কালো রঙের ১৪ মাসের একটি বকনা বাছুর কয়েকদিন ধরে দুধ দিচ্ছে!

বিষয়টি জানাজানি হলে বাছুরটিকে দেখার জন্য সাঁথিয়ার বিভিন্ন গ্রাম থেকে নারী পুরুষ দেখতে আসছে। খবর পেয়ে সাঁথিয়া প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিক আজমতের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের সামনে ওই বাছুরের দুধ দহন করে দেখান।

এ ব্যাপারে জানতে চাইলে আজমত মোল্লা বলেন, কিছুদিন থেকে বাছুরটির চলাফেরা উঠা বসা খাওয়া অস্বাভাবিক মনে হচ্ছিল। তার ছোট দুধের বান গুলো দিনকে দিন যেন ফুলে উঠছিল। পরে আস্তে আস্তে দুধের বানগুলো টানতে থাকলে দুধ বেড়িয়ে আসতে থাকে।

আজমত বলেন, গত ৮/১০ দিন ধরে প্রতিদিন প্রায় ১কেজি করে দুধ হচ্ছে বাছুরটির। এ ব্যাপারে স্থানীয় পশু চিকিৎসক পরেশ চন্দ্র বলেন, হরমোন জনিত কারনে গর্ভবতী ছাড়াই দুধ হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো