পাবনাঃ- মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনগত রাতে পাবনা সদর থানার চরঘোষপুর এলাকা থেকে মোঃ শিমুল প্রামানিক (২১) নামে এক যুবককে বিদেশী রিভালবারসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পাবনা র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা।
আটককৃত শিমুল চরঘোষপুর হঠাৎপাড়া গ্রামের ফজলু প্রামানিকের ছেলে।
পাবনা র্যাব-১২ ক্যাম্প সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে সাকার মার্কেট এলাকা থেকে আটক করে।
পরে এ ঘটনায় অস্ত্র আইনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।