পাবনার সুজানগরে এক বাড়িতে ডাকাতির চেষ্টাকালে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ছুরি, একটি হাতুড়িসহ এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বাড়ির লোকজন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের জয়নুদ্দিন শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।
আটককৃত ডাকাত মোঃ জীবন কষাই (৪০) স্থানীয় মানিকহাট গ্রামের আজিবর কষাই এর ছেলে। বাড়ির মালিক জয়নুদ্দিন শেখ জানান, শেষ রাতে পুলিশ পরিচয়ে ডাকাতেরা আমার কাতার প্রবাসী ছেলে মানিক হোসেনের স্ত্রী মোছাঃ হিরা খাতুনকে ঘরের দরজা খুলতে বলে। দরজা না খোলায় হাতুড়ি দিয়ে দরজায় আঘাত করতে থাকে। পরে আমি পাশের রুম থেকে বের হয়ে এগিয়ে গেলে আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করলে আমি ডাকাতকে জাপটে ধরে চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজন এসে ডাকাতকে ধরে ফেলে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ অস্ত্র সহ ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়।
জয়নুদ্দিনের ছেলে ময়েজ উদ্দিন বলেন, আমার কাতার প্রবাসী দুই ভাই মানিক ও রতন গত রবিবার ৫০ লক্ষ টাকা পাঠায় বাড়িতে। সেই টাকা গত মঙ্গলবার ব্যাংক থেকে উত্তোলন করে বাড়িতে এনে রাখার বিষয়টি হয়তো জানাজানি হওয়ায় ডাকাতির এ ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি।
পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) মোঃ ফরহাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করে সঙ্গীদের নাম-ঠিকানা প্রকাশ করেছে।
ওসি বদরুদ্দোজা জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পিস্তল ও গুলিসহ আটক জীবন কষাই একজন পেশাদার ডাকাত। তাঁর বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে।