24 C
Dhaka
Saturday, April 1, 2023

আগুন পান বিক্রি করছেন প্রভা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে দেখা গেল পান দোকানির ভূমিকায়। টুকটুকে লাল শাড়ি পরে মায়াবিনী হয়ে বিক্রি করছেন পান। তাও আবার সাধারণ পান নয়, আগুন পান!

বাস্তবে নয়, এমনটা নাটকের প্রয়োজনেই করেছেন প্রভা। নাম ‘লাইলি মজনুর পানের দোকান’। নাটকটি রচনা করেছেন সেজান নূর। পরিচালনায় তাইফুর জাহান আশিক।

এ নাটকে লাইলির ভূমিকায় অভিনয় করেছেন প্রভা। তার বিপরীতে মজনু রূপে থাকছেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম। এছাড়াও আছেন মুকুল সিরাজ, ইকবাল, আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ার প্রমুখ।

বুধবার (২০ এপ্রিল) নির্মাতা তাইফুর জাহান আশিক নাটকটির একটি টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেল, প্রভা ও মোশাররফ দু’জনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়।

‘লাইলি মজনুর পানের দোকান’ প্রযোজনা করেছেন মো. হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রভাকে এখন আগের মতো নিয়মিত নাটকে পাওয়া যায় না। শোনা যায়, তাকে নিয়ে অনেকে কাজ করতে আগ্রহী নন। আবার তিনি নিজেও ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কয়েক মাস আগে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে তিনি প্রেম করছেন বলে শোনা যায়। তবে সে বিষয়ে তারা কেউই কিছু বলেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো