বিশ্ব জলাভূমি দিবস আজ (২ ফেব্রুয়ারি)। প্রতি বছরের ২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। ১৯৯৭ সালে ১০০টির বেশি দেশের পরিবেশ সচেতন নাগরিকদের নিয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী জলাভূমি দিবস পালন করে। শুরু থেকে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে।
নদী-নালা, বিল, হাওর, বাঁওড়ের মতো বহু জলাভূমি রয়েছে বাংলাদেশে। দেশের ৭ থেকে ৮ লাখ হেক্টর ভূমি কোনো না কোনোভাবে জলাভূমির অন্তর্ভুক্ত।
জলাভূমি সংক্রান্ত সম্মেলনে সাক্ষর গ্রহণের দিন স্মরণীয় করে রাখতে দিবসটি পালন করা হয়। এ যাবত ১৭১টি দেশ জলাভূমি বিষয়ে চুক্তি অনুমোদন করেছে। বাংলাদেশ ১৯৯২ সালে এ চুক্তিতে সই করেছিল।
১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার কথা তুলে ধরা হয়। এছাড়া জলাভূমি বিষয়ে চুক্তি সাক্ষর হয়। ১৯৭৫ সাল থেকে ওই চুক্তি কার্যকর করা হয়।