29 C
Dhaka
Friday, March 31, 2023

আবার ৩০ লাখ ফাইজা‌রের টিকা অনুদান দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ৩০ লাখ (৩ মিলিয়ন) ফাইজা‌রের টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নি‌য়ে দেশ‌টি বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন করোনা টিকা দিয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এ তথ্য জানায়।

এ‌তে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩ মিলিয়ন ফাইজা‌রের টিকা অনুদান দিয়েছে। এ টিকা বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

এ নিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৭৯৭ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৬০৩ জন মানুষ। এছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬৯০ জন।

এদিকে, দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৩৬০ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো