35 C
Dhaka
Wednesday, June 7, 2023

আমেরিকার কাছে অর্থ ফেরত চেয়ে আফগান নারীদের বিক্ষোভ

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ তালেবান শাসনের সমর্থনে নারীরা বিক্ষোভ মিছিল করেছে। হিজাব পরে তারা এই মিছিলে যোগ দেন। তারা বলেন, অবিলম্বে আফগানিস্তানের জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে।

মিছিলে অংশগ্রহণকারী নারীরা এ সময় তালেবান ও হিজাবের সমর্থনে শ্লোগান দেন এবং আফগানিস্তানের অর্থ-সম্পদ আটকে না রেখে তা ফেরত দিতে আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকায় থাকা আফগানিস্তানের বিপুল পরিমাণ অর্থ আটকে দিয়েছে সেদেশের সরকার।

আফগান বার্তাসংস্থা ‘আভা’ জানিয়েছে, আফগান নারীরা রাজপথে সমবেত হয়ে বলেছেন তারা তালেবানি শাসন এবং ইসলামী পর্দা প্রথার পক্ষে।

মিছিলে অংশগ্রহণকারী মরিয়ম জিয়াউল হক নামের এক নারী বলেছেন, তালেবান ধর্মের ভিত্তিতে আইন প্রণয়ন করেছে। কিন্তু কিছু মানুষ পাশ্চাত্যের সহযোগিতায় এই আইনকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শাকিলা নামের এক নারী বলেছেন, যারা হিজারের বিরোধী তারা কখনোই আফগান নারীদের প্রকৃত প্রতিনিধি হতে পারে না।

এর আগে আফগানিস্তানের বিভিন্ন শহরে নারী অধিকার বাস্তবায়নের দাবিতে নারীরা বিক্ষোভ করেছেন। তারা তালেবানি শাসনের বিরোধিতা করে বলেছেন, তালেবান নারীদের শিক্ষা ও কাজের বিরোধী।#  

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো