23 C
Dhaka
Wednesday, March 22, 2023

আমেরিকা ও ন্যাটোর উসকানি সামরিক উত্তেজনা বাড়াবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের সঙ্গে ইউক্রেন সীমান্তে আমেরিকা ও ন্যাটো জোটের উসকানিমূলক তৎপরতার তীব্র সমালোচনা করে বলেছেন, এই অপতৎপরতার ফলে ইউরোপে সামরিক উত্তেজনা বাড়বে।

তিনি মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে সম্মিলিত নিরাপত্তা চুক্তি বা সিএসটিও’ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে। শোইগু বলেন, আমেরিকা ও ন্যাটো ইউরোপে যে সামরিক তৎপরতা চালাচ্ছে তাতে এই মহাদেশে যুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে গেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে জাতীয়তাবাদী চেতনা উসকে দেয়া হচ্ছে যা রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

মস্কো ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান সের্গেই শোইগু। তিনি বলেন, দু’দিন আগে মার্কিন সেনারা যে জার্মানির দোরুস বন্দরে অবতরণ করেছে তা আমাদের দৃষ্টি এড়ায়নি। ইউরোপ জুড়ে ন্যাটো জোটের সেনা মোতায়েন করা হচ্ছে যা অশনি সংকেত বয়ে আনছে।

ইউক্রেনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে অভিযোগ করা হচ্ছে, দেশটির পূর্ব সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া। এছাড়া, পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র ব্যক্তিরা পদ্ধতিগতভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলেও কিয়েভ অভিযোগ করেছে।

ইউক্রেন এমন সময় এ অভিযোগ করছে যখন দেশটি মাত্র কিছুদিন আগে আমেরিকার কাছ থেকে কয়েক কোটি ডলারের সামরিক সহযোগিতা গ্রহণ করেছে। এসব সহযোগিতার মধ্যে রয়েছে ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান। আমেরিকার কাছ থেকে গ্রহণ করা এসব সমরাস্ত্র রুশ সীমান্তে মোতায়েন করার পরই রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে।

সুত্রঃ পার্সটুডে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো