33 C
Dhaka
Wednesday, June 7, 2023

আরো এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে তার দেশ আলোচনা অব্যাহত রাখবে। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে দুই পক্ষ আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমেরিকার কঠোর বিরোধিতা সত্ত্বেও তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলবে: এরদোগান
এরদোগান (ছবি:- ফাইল ফটো)

এরদোগান বলেন, “আমাদের প্রতিরক্ষা শিল্পের জন্য কী ধরনের পদক্ষেপ নেবো তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারে না। এটি সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পাওয়ার ব্যাপারটি ম্যানেজ করেছি, এখন আমরা দ্বিতীয় চালান পাওয়ার ব্যাপারে আগের আলোচনা অব্যাহত রাখব।”

এরদোগান আরো বলেন, “আমরা জানি না বাইডেন প্রশাসন এ ব্যাপারে কি বলবে তবে আমরা এমন কোনো অবস্থানে নেই যে, বিষয়টি নিয়ে তাদের কাছে অনুমতি নিতে হবে। আমরা ন্যাটো জোটের সদস্য কিন্তু পশ্চিমা কোন দেশের নির্দেশনা মেনে নেবো না।”#

সূত্র: পার্সটুডে/

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো