33 C
Dhaka
Sunday, May 28, 2023

আর্জেন্টিনা-ব্রাজিলকে ইউরোপের লিগে খেলতে আমন্ত্রণ জানাবে উয়েফা

একদিকে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অন্যদিকে নিজেদের দল ভারির চেষ্টা চালাচ্ছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)। 

এবার ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিজেদের আয়োজিত নেশন্স লিগে খেলার আমন্ত্রণ জানিয়েছে তারা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা সভাপতি আলেক্সন্ডার কেফেরিন শিগগিরই এই দুই দলকে নেশন্স লিগে খেলার ব্যাপারে প্রস্তাব দেবেন।

কেবল ব্রাজিল কিংবা আর্জেন্টিনাই নয়, অন্যান্য মহাদেশের দলগুলোকেও এই লিগে খেলার আমন্ত্রণ জানাবে উয়েফা। এই টুর্নামেন্টকে বৈশ্বিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজের সঙ্গে মিলিয়েই এমন ভাবনা এসেছে উয়েফার, মার্কা বলছে এমনটি। ইতোমধ্যেই কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইতালি ম্যাচের সময় চূড়ান্ত করেছে কনমেবল ও উয়েফা। আগামী বছরের জুনে হবে ম্যাচটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো