জহির, পবিপ্রবি সংবাদদাতা : করোনাকালীন সময়ে যখন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তখন শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগতমান বজায় রাখার জন্য অনলাইনে পাঠদানের প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীদের উপযুক্ত ডিভাইস না থাকায় অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে না পারার কারণে শিক্ষার্থীরা যাতে নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের মাঝে সুদবিহীন লোন (সফট লোন) দেওয়ার প্রতিস্রুতি দেয় এবং শিক্ষার্থীদের কর্তৃক আবেদন করার করার জন্য বলা হয়। গত বছরের আগষ্ট মাসে দীর্ঘ ছয় মাস আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করলেও সুদবিহীন লোন পায় চলতি বছরের ফেব্রুয়ারী মাসে।
প্রাথমিকভাবে ৪৩৮ জন শিক্ষার্থীকে ইউজিসির সফট লোনের আওয়ার নিয়ে আসা হয় এবং এই ৪৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে যারা যারা বর্তমান সময়ে সফট লোন নিতে আগ্রহী তাদেরকে চূড়ান্ত আবেদন ফরম পূরণ করে ২৮ ফেব্রুয়ারী, ২০২১ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক জমা দিতে বলা হয়।
এরই ধারাবাহিকতায় ৪৩৮ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১১৯ জন শিক্ষার্থী সফট লোন নেওয়ার জন্য চূড়ান্ত আবেদন ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃক জমা দেয় যা বাছাইকৃত শিক্ষার্থীর মাত্র ২৭.১৬ শতাংশ।
চূড়ান্ত আবেদন ফরম জমাদানকারী ১১৯ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন শিক্ষার্থীর আবেদন ফরম এ ভুল থাকায় ১১৭ জন শিক্ষার্থীর প্রত্যেকে ইউজিসি কর্তৃক সফট লোনের ৮০০০ করে টাকা পেয়েছে। তবে দীর্ঘ ৬ মাস পর আবেদনকৃত ইউজিসি সফট লোনের টাকা পেয়ে অধিকাংশ শিক্ষার্থীদের মাঝে তেমন কোনো ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নি।