34 C
Dhaka
Tuesday, June 6, 2023

ইউটিউব ব্যবহার বন্ধের হুমকি রাশিয়ার

অনলাইনভিত্তিক ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহার বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জার্মান ভাষার বেশ কয়েকটি চ্যানেল ডিলিট করে দেওয়ার পর রুশ সরকারের পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউব জার্মান সরকারের সহায়তা নিয়ে এমনটি করেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউটিউবের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বলা হয়েছে, রাশিয়ার চ্যানেলগুলো করোনার ভুল তথ্য নীতি লঙ্ঘন করেছে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই ঘটনাকে অভূতপূর্ব তথ্য আগ্রাসন বলে আখ্যায়িত করেছেন।

রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর পক্ষ থেকে বলা হয়, এই নিষেধাজ্ঞা তুলে নিতে তাঁরা গুগলের কাছে লিখেছে। এ নিয়ে সহযোগিতা না করলে রাশিয়ায় ইউটিউবের ব্যবহার বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে রোসকোমনাদজোর।

এ নিয়ে গুগলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার আইনের সঙ্গে মানিয়ে চলতে ইউটিউবকে বাধ্য করা হবে।

এদিকে জার্মান মিডিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে ইউটিউব রুশ চ্যানেল বন্ধ করে দিয়েছে বলে মনে করে না জার্মানির সরকার।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবার্ত সাংবাদিকদেড় বলেন, এটি ইউটিউবের সিদ্ধান্ত। নিয়ম মেনে তারা সিদ্ধান্ত নিয়েছে। জার্মানির সরকার এই সিদ্ধান্ত নেয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো