প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বসে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী পরিবর্তন করা হয়। গতকাল ১০ অক্টোবর দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ অক্টোবর স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একটি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় অসাবধানবশত দুইটি ইউপির চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ করা হয়েছে। ইউপি দুটি হলো মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নে রেজাউর রহমান। এখানে আগে ছিল আমাম হোসেন। খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে প্রতাপ কুমার রায়। এখানে আগে ছিল এ বি এম শফিকুল ইসলাম।