26 C
Dhaka
Friday, June 9, 2023

ইফতার শেষে বাড়ি ফেরার পথে যুবক খুন

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের হামলায় মো. নাঈম মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন টুটুল (২০) নামের আরও এক তরুণ।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নাঈম মিয়া শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি। সে পরিবারের সাথে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো।

আহত টুটুল একই এলাকার হাসিম মিয়ার ছেলে টুটুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

নাঈমের মামা মোকারম হোসেন হাসপাতালে জানান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বন্ধুদের সাথে ইফতার করতে যায় নাঈম। এসময় সেখানে কয়েকজনের সাথে তার বাকবিতণ্ডা হয়। তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ইফতার শেষে নাঈম ও টুটুল বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। দুইজনকে এলোপাতারি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত টুটুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, ঠিক কী কারণে কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দ্রুতই তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো