26 C
Dhaka
Friday, June 9, 2023

ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবছি: ইসরাইলের যুদ্ধমন্ত্রী

দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে তারা।

পরমাণু অস্ত্রের মজুদকারী ইসরাইলের এই মন্ত্রী অতীতের দাবির পুনরাবৃত্তি করে আরও বলেছেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি এবং ইসরাইলের জন্য চ্যালেঞ্জ।

বেনি গান্তজ বলেন, আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্রধর হতে না পারে সেজন্য যুদ্ধের পথ খোলা রেখেছি আমরা।

দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী বলেন, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেওয়া যাবে না। আমেরিকাসহ বিশ্বের কোনো দেশ এ বিষয়ে কোনো সমঝোতায় যেতে পারবে না। আঞ্চলিক দেশগুলোরও এ ধরণের কোনো সমঝোতা করার অধিকার নেই।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি ঘোষণা করেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে বিশ্বের কেউ ঠেকাতে পারত না। কিন্তু ইসলাম ধর্মে এ ধরণের ধ্বংসাত্মক অস্ত্র তৈরির বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আমরা তা তৈরি করি নি।

ইরান ইসরাইলের এ ধরণের বক্তব্য বাগাড়ম্বর বলে মনে করে।#

সূত্র:- পার্সটুডে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো