31 C
Dhaka
Sunday, May 28, 2023

ঈদ ভ্রমণে গিয়ে নড়াইলে নিহত একজন, আহত ৩ জন।

ঈদ আনন্দ ভ্রমণে গিয়ে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন দুর্ঘটনায় ওবায়দুল ভূঁইয়া (১৫) নামে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অপর তিন বন্ধু আহত হয়েছে। শুক্রবার (১৪ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াবদুর কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকার আলমগীর ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমবয়সী কয়েকজন কিশোর ঈদের নামাজ শেষে আনন্দ উপভোগ করতে নসিমনযোগে জামরিলডাঙ্গা এলাকা থেকে ঘুরতে বের হয়।

ঈদ ভ্রমণে গিয়ে নড়াইলে নিহত একজন, আহত ৩ জন।

এ সময় নসিমনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজছিল। হঠাৎ করে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন উল্টে যায়। আহত রামিম, নয়ন ও মাইম শেখকে নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক সত্যের সকাল / ফয়সাল মাহমুদ (নড়াইল)

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো