ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে RAB
ঈশ্বরদী প্রতিনিধিঃ সোহাগ আলী (২৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। তার কাছে একটি বিদেশী রিভলবার, এক রাউন্ডগুলি পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে সলিমপুর ইউনিয়নের মিরকারী গ্রামে অভিযান চালিয়ে সোহাগ আলীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে।
সে মিরকামারী গ্রামের শুকুর আলীর ছেলে।
র্যাব জানায়, সোহাগ অবৈধ অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। অস্ত্র দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে।