ঈশ্বরদীতে গাঁজার গাছসহ এক গাঁজা চাষী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার ২ জানুয়ারি শহরের পিয়ারপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত মোঃ সাদ্দাম আলী (২০) শহরের পৌর এলাকার মোঃ ফজর আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০২ জানুয়ারী) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা’ খ’ সার্কেল পাবনা পরিদর্শক ছানোয়ার হোসেন এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শহরের পৌর এলাকার পিয়ার পুর পশ্চিম পাড়া (পাথর পাড়া) এলাকার ফজল আলীর বাড়ীতে অভিযান চালান। এ সময় তার বাড়ী থেকে বৃহৎ একটি তাঁজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘ক’ সার্কেল পাবনা পরিদর্শক হোসেন জানান, আটককৃত আসামিকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।