ঈশ্বরদী পৌরসভার শৈলপাড়া এলাকায় অবৈধ পলিথিন কারখানায় পাবনা গোয়েন্দা পুলিশের এক অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (১৮এপ্রিল) দুপুরে পাবনা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়া এলাকায় অনুমোদনহীন অবৈধ পলিথিন কারখানায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পলিথিন কারখানা থেকে বিপুল পরিমান পলিথিন তৈরীর বিদেশি কাঁচামালসহ পলিথিন তৈরীর সরঞ্জাম ও কারখানার মালিক শিপন আলী মালিথা (৩৫) কে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত অবৈধ পলিথিন কারখানার মালিক শিপন আলী মালিথা ঈশ্বরদী শৈলপাড়া এলাকার নওফেল মালিথার ছেলে।
অভিযান শেষে অবৈধ পলিথিন কারখানা সিলগালা করা হয়।