ঈশ্বরদীর মুলাডুলিতে প্রাইভেটকারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী খোকন বিশ্বাস (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
এসময় ভ্যানের চালকসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
নিহত খোকন বিশ্বাস মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে। সে মুলাডুলি আখ ফার্মের শ্রমিক ছিলেন।
রোববার (২৭ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে পাবনা- নাটোর মহাসড়কের ঈশ্বরদী মুলাডুলি আখ ফার্মের কাছে এই দূর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার (২৭ জুন) সকাল নয়টার দিকে মুলাডুলি বাজার থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান দুইজন যাত্রী নিয়ে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। এসময় দাশুড়িয়া থেকে নাটোর অভিমুখি একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যানযাত্রী খোকন বিশ্বাস মারা যায়। আহত দু’জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত খোকন বিশ্বাসের পরিবারের স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।