ইহুদীবাদী ইসরাইলীদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে অব্যাহত মুসলমান হত্যা, আল আকসা মসজিদে অগ্নিকান্ড ও শিশু হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধনের অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৭ মে) ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে এস এস সি ২০০৭ ও সর্বস্তরের মানুষের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে অংশ নেন ২০০৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থী মীর হুমায়ুন কবির জিহাদ, লিখন ইসলাম, এবিএম সিফাত, সাঈদ হোসেন রাজন, , মাসুদ পারভেজ জীবন, আবু ওয়াদুদ, মতিউর রহমান রতন ও এনামুল হক প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেরুজালেমে মুসলিমদের ওপর হামলা বন্ধ ও ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তোলার জন্য সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।