বাঙ্গালির সম্প্রীতি ও মিলনমেলার এক অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ। বিশ্ব মহামারি করোনার প্রভাবে গত দুবছর বাংলা বর্ষবরণের এই ঐতিহ্যবাহী উৎসব তেমন পালিত না হলেও এবার সারাদেশ জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে বাংলা নববর্ষের বর্ষবরণ পহেলা বৈশাখ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
ইউনেস্কো কর্তৃক ‘মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে’।
১৪ এপ্রিল (বৃহঃপতিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তৌহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল পাবনার পরিদর্শক ছানোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুবুল ইসলাম, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিউলি আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, উপজেলা তথ্য আপা চন্দ্রা বিশ্বাস, ঈশ্বরদী বেনারসী পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ওবাইদুর রহমান জিলানী ছাড়াও সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এতে অংশ নেন।
বর্ষবরণে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়েছেন।