ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে হটাৎ করেই গভীর রাতে শহরের মাহাতাব কলনীতে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি বাড়ি। এতে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের মাহাতাব কলোনীর মো. হরমুজ প্রামানিকের বাড়ীতে আগুনের সূত্রপাত হয়ে প্রতিবেশী ইমরানের বাড়ীতেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী ঈশ্বরদী ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি আরও জানান,কাঁচাবাড়ী হওয়ায় আগুনে দুটি বাড়ীর মোট ৮টি কক্ষ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে । বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।