24 C
Dhaka
Saturday, April 1, 2023

ঈশ্বরদীতে মটরসাইকেল দুর্ঘটনায় প্রান গেল কলেজ ছাত্রের

ঈশ্বরদীতে মটর সাইকেল দুর্ঘটনায় সরকারী সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাতুল বিশ্বাস (১৯) নিহত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) মটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সে নিহত হয়। রাতুল ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের ব্যবসায়ী আজম বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, রাতুল রবিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরদী স্টেডিয়াম সড়ক দিয়ে শহরে যাচ্ছিলেন। এ সময় ইস্তা ও উমিরপুর গ্রামের সংযোগ সড়ক দিয়ে একটি সিএনজি এসে রাতুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। রাতুল ছিটকে পড়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারালে উপস্থিত লোকজন তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাতুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ্যাম্বুলেন্সে রাজশাহী নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো