29 C
Dhaka
Monday, March 20, 2023

ঈশ্বরদীতে শেষ হলো নাট্যোৎসব

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে দেশের স্বনামধন্য নাট্য দলের অংশগ্রহণে নাট্যোৎসব যবনিকা ঘটেছে। রবিবার ২০শে মার্চ রাতে এই নাট্যোৎসব শেষ হয়।

ঈশ্বরদী সতীর্থ থিয়েটারের উদ্যোগে গৌরবের ১৩ ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় মাহবুব খাঁন স্মৃতি মঞ্চ (পুরাতন বাসস্ট্যান্ড) এ আয়োজন করা হয়।

ঈশ্বরদীতে শেষ হলো নাট্যোৎসব
ঈশ্বরদী উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের ইতিহাসে সবচেয়ে বড় আসরে নাটকপ্রিয় মানুষের উপস্থিতি যেন রুটিনে পরিণত হয়েছিল। অনুষ্ঠান অবসানে সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের মিলন মেলা সাঙ্গ হলো।

“মুক্ত করোগো সকল ঈর্ষে,যুক্ত করোগো প্রেমে”- এ স্লোগানকে সামনে রেখে নাট্যোৎসবে জনপ্রিয় নাট্যদল সতীর্থ থিয়েটারের আয়োজনে মঞ্চস্থ হয় বিভিন্ন নাটক।

ঈশ্বরদীতে শেষ হলো নাট্যোৎসব
এ আয়োজনের সারথি হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছেন সতীর্থ থিয়েটারের সাধারণ সম্পাদক এম রাশেদুর আওয়াল রিজভী।

আমন্ত্রিত রাজশাহী থিয়েটারের পরিবেশনায় নাটক “গুজব গপ্পো” ঈশ্বরদী সতীর্থ থিয়েটারের “একজন মদন কুমারের গল্প” পাবনা ইছামতি খিয়েটারের “বয়ন যুদ্ধ” মঞ্চস্থ করা হয়।

নাট্যোৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি।

বিশেষ অতিথি ছিলেন,ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা,বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক জনাব কামার উল্লাহ সরকার।

নাট্যোৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সতীর্থ থিয়েটারের সভাপতি সাংবাদিক আতাউর রহমান বাবলু।

এম রাশেদুল আওয়াল রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সতীর্থ থিয়েটারের সভাপতি সাংবাদিক আতাউর রহমান বাবলু।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো