পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া বাজারের গাফ্ফার প্লাজার সামনে ট্রাকের চাপায় জুলফি খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু্ হয়েছে ও স্বামী জুয়েল রানা আহত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার দাশুড়িয়া বাজারের গাফ্ফার প্লাজার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জুলফি খাতুন (২৩) পাবনার সাথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামের জুয়েল রানার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নিহত ঐ গৃহবধূ তার স্বামীর মোটরসাইকেল যোগে পাবনার দিকে যাচ্ছিল। দাশুড়িয়া গাফ্ফার প্লাজার সম্মুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ গৃহবধূর মৃত্যু হয়।
খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও আহত স্বামী জুয়েল রানা কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাকশী হাইওয়ে থানার উপ পরিদর্শক বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।