29 C
Dhaka
Thursday, March 23, 2023

ঈশ্বরদীতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর আলহাজ মোড় থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ ও উন্নীতকরণ কাজের অংশ হিসেবে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়ক ও জনপথ বিভাগের আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া এ অভিযানের নেতৃত্ব দেন।
ঈশ্বরদীতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাএ সময় উপজেলা ছাত্রলীগের কার্যালয় ও যুবলীগের কার্যালয়ের বারান্দাসহ প্রায় চার শতাধিক দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ করা হয়। এ নিয়ে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

আলহাজ মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি মকবুল হোসেন চুন্নু বলেন,উচ্ছেদ অভিযানে কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ী বেকার হয়ে পড়বে। তারা সড়ক ও জনপথের অব্যবহৃত জায়গায় ছোট ছোট দোকান ঘর নির্মাণ করে জীবিকা নির্বাহ করছিল।
ঈশ্বরদীতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা

পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী প্রধান বলেন,স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী প্রকৌশলীকে পবিত্র ঈদ কে সামনে রেখে উচ্ছেদ অভিযান না চালিয়ে ব্যবসায়ীদের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য আরও কিছুদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। তবুও উচ্ছেদ অভিযানে দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে বলেন,এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছিল। এবার সড়ক প্রশস্ত করণ কাজ শুরু হয়ে যাওয়ায় অভিযান ঠেকানো আর সম্ভব হয়নি।
ঈশ্বরদীতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা

পাবনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্বরত) আবুল মনসুর আহমেদ বলেন,ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের উন্নীতকরণ ও প্রশস্তকরণ কাজের অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর আগে অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ ও মাইকিং করে সতর্ক করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো