35 C
Dhaka
Wednesday, June 7, 2023

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রী দুজনার মৃত্য

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের ২৩ আগস্ট সকালে রুপপুরে অজ্ঞাত গাড়ী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মারা যান রিয়া খাতুন (১৯) নামে অন্তসত্যা এক গৃহবধূ।

এসময় তার স্বামী মৃদুল হোসেন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টা পর তারও মৃত‍্যু হয়।

পাকশী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মৃদুল হোসেন নামে ঐ যুবক রুপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক। তার শ্বশুরবাড়ি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায়।

মোটরসাইকেল যোগে সেখানে স্ত্রীকে রাখতে যাচ্ছিল সে। তারপর কর্মস্থলে যাওয়ার কথা ছিল তার। বাড়ি থেকে রওনা হয়ে রুপপুরে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে স্ত্রী রিয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান।

পাকশী হাইওয়ে থানা পুলিশ স্বামী মৃদুল হোসেনকে আহত অবস্থায় চিকিৎসার জন‍্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত‍্যু হয়।
এ ঘটনায় যুক্তিতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো