ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাকশী ইউনিয়নের চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী শরিফা আক্তার এ্যানী আওয়ামী লীগের নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
১৯ অক্টোবর (মঙ্গলবার) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম তুলেন।
শরীফা আক্তার এ্যানী পাকশীর বাঘইল নিবাসী বীর মুক্তিযোদ্ধা, ঈশ্বরদী উপজেলা শ্রমিকলীগের সাবেক আহবাহক, আলহাজ্ব টেক্সটাইল মিলের বারবার নির্বাচিত জননন্দিত সিবিএ নেতা, মরহুম আতাউল হকের মেয়ে। শরিফা আক্তার এ্যানী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবেও দায়িত্ব পালন করছেন।
ছোটবেলা থেকেই বাবার মত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক হয়ে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের রাজনীতিতে নিজেকে তুলে ধরেন খুব সহজেই।
উপজেলার বিভিন্ন দলীয় প্রোগ্রামে অংশগ্রহন করা, সামাজিক সংগঠনের মধ্যদিয়ে এলাকার মানুষের পাশে দাড়াঁনো, মাদক নির্মূলে পাকশীর বিভিন্ন পাড়া মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা, দুস্থ পরিবারের ছেলে মেয়েদের বিনা খরচে লেখাপড়ার ব্যাবস্থা করা ছিলো অন্যতম।
এবারের পাকশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে শরিফা আক্তার এ্যানী একমাত্র নারী প্রার্থী হওয়ায় ঈশ্বরদীতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
পাকশীর সাধারন মানুষের দীর্ঘদিনের দাবীতে এবারের ইউপি নির্বাচনে শরিফা আক্তার এ্যানী চেয়ারম্যান পদে নির্বাচন করতে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চান।