23 C
Dhaka
Wednesday, March 22, 2023

ঈশ্বরদীর কালাচাঁদ ফকিরের মাজারে এক যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর কালাচাঁদ ফকিরের মাজার থেকে অটল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৩ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শহরের সাঁড়া গোপালপুর কালাচাঁদ ফকির মাজারের একটি কক্ষ থেকে পুলিশ অটলের মরদেহ উদ্ধার করে। অটল কুমিল্লা জেলার সাংগারচর উপজেলার সিপাই গ্রামের মৃত অভিনাশের ছেলে।

মাজার সূত্রে জানা যায়, কালাচাঁদ ফকিরের ভক্ত অটল গত শুক্রবার মাজারে এসে আশ্রয় নেন। গত রবিবার রাতে খাওয়া ধাওয়া করে মাজারের একটি কক্ষে তিনি ঘুমিয়ে পড়েন।

সোমবার সকালে মাজারের লোকজন অটলকে নাস্তা করার জন্য ডাকাডাকি করলে তাঁর কোন সাঁড়া পাওয়া যায় না। এরপর মাজার কমিটির লোকজনকে বিষয়টি জানালে তারা ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করেন। দুপুরে পুলিশের উপস্থিতিতে অটলকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে অটলের মৃতদেহ শয়ন কক্ষ থেকে বের করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যায়নি।
অটলের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো