ঈশ্বরদী প্রতিনিধিঃ অসাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করার দায়ে কোহিনূর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে পাবনা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় এই অভিযান পরিচালনা করে। এসময় দশ হাজার টাকা জরিমানা এবং চার বস্তা চানাচুর ধ্বংস করা হয়। নিরাপদ খাদ্য পরিদর্শক কোহিনূর ফ্যাক্টরিকে জরিমানার খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, পাবনা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক জহুরুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন।
নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। ঈশ্বরদী থানার পুলিশ অভিযানে সহযোগিতা করেন। অভিযান চলমান থাকবে বলে নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান জানিয়েছেন।