33 C
Dhaka
Wednesday, June 7, 2023

ঈশ্বরদীর পাতিবিলের পুকুর থেকে লাশ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীর পাতিবিলের একটি পুকুর থেকে মুনসুর (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৭ সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলা সদরের পাতিবিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বাড়ি ময়মনসিংহ জেলায়।

এলাকাবাসী জানান, সকালে পাতিবিল এলাকার একটি পুকুরে অজ্ঞাতনামা লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, নিহত ওই ব্যক্তিকে রেলগেট ও খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় ভিক্ষা করতে দেখা যেত। কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো বলে ধারনা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। তার পরও বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো