ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা খাইরুল ফিলিং স্টেশনের সামনে ত্রিমূখী সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় তিনজনের মৃত্য হয়েছে।
ঈশ্বরদী – রুপপুর সড়কে ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯.০০ ঘটিকার সময় মোটরসাইকেল, মাইক্রোবাস(হাইস) ও ভুটভুটির ত্রিমুখী সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ২ জন ও জরুরী অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লাপাল্লি দিয়ে রুপপুর যাওয়ার সময় জয়নগর শিমুলতলা মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে নিযুক্ত রাশিয়ান কোম্পানি অর্গানোরগোস্ট্রই কোম্পানির হাইস গাড়ি ও ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভয়াভয় এই দূর্ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায় নি ।