পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল রহিম লাল ঈশ্বরদী প্রেসক্লাবের উন্নয়ন কল্পে ২ লক্ষ টাকার অনুদানের বরাদ্দ দিয়েছেন।
১৯ জানুয়ারি সন্ধায় ঈশ্বরদী প্রেসক্লাব কার্যালয়ে জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল আলম বাবু মন্ডল ও মোঃ শফিউল আলম বিশ্বাস জেলা পরিষদের চেয়ারম্যান এর পক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
এসময় জেলা পরিষদ সদস্য বাবু মন্ডল বলেন, মাননীয় প্রধান মন্ত্রি মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও ঈশ্বরদীসহ সারাদেশে যে উন্নয়নের ধারা চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় জেলা পরিষদের পক্ষ থেকে এই অনুদান দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল রহিম লাল চলতি অর্থ বছরেই ঈশ্বরদী প্রেসক্লাবে আরো ২ লক্ষ টাকার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ঘোষনা করেন।
এসময় অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার এবং উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো আব্দুল বাতেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল হাশেম, এম এ কাদের, শেখ মহসিন, মিশুক প্রধান,আমিরুল ইসলাম রিংকু, আলমাস, মিরু, মিন্টু, আসিফ, সবুজ, রাসেল,
শিশির প্রমুখ।