উলিপুরে প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারির জন্য ফ্রি NVD PACKAGE চালু হলো।
ফখরুল ইসলাম সুমন,উলিপুর (কুড়িগ্রাম):-
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ সুভাষ চন্দ্র সরকারের নির্দশেনা ও পরামর্শ মতে উলিপুরে “NVD Package” নামে একটি প্যাকেজ চালু করা হয়।
এখন থেকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ হাসপাতালে যে সকল মায়েদের নরমাল ডেলিভারি হবে তাদেরকে এক মাসের জন্য ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ও প্রয়োজনীয় এন্টিবায়োটিক ফ্রিতে সরবরাহ করা হবে।এসময় ওষুধগুলো হাতে তুলে দিচ্ছেন উলিপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাঈদুল ইসলাম মুকুল।