কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উলিপুর বিজয় মঞ্চে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোঃ মামুন-অর-রশিদ,কেন্দ্রীয় যুবলীগ নেতা ডাঃমাহাফুজার রহমান উজ্জল। সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম আল মামুন সবুজ, কানাডা ছাত্রলীগ শাখার সাবেক সহসভাপতি সালমান হাসান ডেভিড মারজান, নৌকা মার্কার পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মামুন সরকার মিঠু, জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, শিউলী বেগম প্রমূখ।