ঈশ্বরদী প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সাংবাদিকদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার নিজ উদ্যোগে শুক্রবার (৮ অক্টোবর) আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়।
সারাদিন ব্যাপি সাংবাদিকরা আনন্দ ভ্রমনে নাটোর রাজবাড়ী, উত্তরা গনভবন,পাটুল বিল (মিনি কক্সবাজার), হান্ডিয়াল বিল, নৌবাড়িয়া সহ চলনবিল এলাকা ভ্রমণ করেন।
এসময় আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আসিফুজ্জামান আসিফ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ খালেদ মাহমুদ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আলী শেখ, সমাজ কল্যাণ সম্পাদক শিশির মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শেখ মহসীন, আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম সুমন, উজ্জল প্রধান।
আরো উপস্থিত ছিলেন, সদস্য খায়রুল বাসার মিঠু, জিয়াউল ইসলাম, সেলিম রেজা, কিরণ, ফারাবি বিন সাকিব, রাসেল আলী, রাকিব বিশ্বাস,ফিরোজ মাহমুদ, মুরাদ হোসেন, রাকিবুজ্জামান রাসেল, সাহাদুজ্জামান শাহীন, সাব্বির হোসেন, ফিরোজ হোসেন, এস আর রাসেল, শাহীন আহমেদ জয়, মুশফিকুর রহমান মিশন, সাঈদ হাসান লিমন, রাশেদুজ্জামান খান রাশেদ, রুবেল হোসেন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ প্রমূখ।