একাকিত্ব! এ যেন আবেগ, ভালবাসাহীন কিছু মুহূর্ত।
যেন নিঃশেষ হয়ে যাচ্ছি ক্ষনে ক্ষনে।
মনে হয় যেন নিজের ভিতর থেকে হারিয়ে যাচ্ছি বহুদূরে।
পূর্ণিমার চাঁদ কেন জানি ভাল লাগে না,
ভালো লাগে বিদঘুটে অন্ধকারে নিজেকে আড়াল করে রাখতে।
পানির স্রোতের কল কল ধ্বনি, মিষ্টি ফুলের গন্ধ সবই কেন জানি বিরক্ত লাগে নিজের অজান্তে,
শুধু ভাল লাগে নিজেকে বিলিয়ে দিতে গহীন অন্ধকারে।
তবুও কেন জানি না, কিছু কল্পনা জল্পনা বাসা বাধে এ হৃদয়ে।
মনে হয়! কেউ যেন আসছে অশ্বের বেগে, একাকিত্বের বাঁধ ভেঙে আমার পাশে দাঁড়াতে।
তৎক্ষনাৎ, কেন জানি ভয় জাগে হৃদয়ের দ্বারে,
মনে হয়! আদেও কি পাবো খুঁজে , সেই মানুষটাকে,
যে আমার একাকিত্বের বাঁধন ভেঙে পরিপূর্ণ জীবন দিবে।
কখনোবা জাগে মনে!
একাকিত্বের প্রকোপ যেন ডুবিয়ে রেখেছে আমাকে গভীর সমুদ্রের মাঝে।
সঙ্গীহীন জীবন যেন কুড়ে কুড়ে খায় আমাকে।
কখনও কি পারবো বের হতে একাকিত্বের এই কঠিন আক্রোশ হতে?
যদি নাই পাই একাকিত্বের কবল থেকে মুক্তি,
তবে তারই মাঝে খুঁজে নিবো ভাল থাকার আকুতি।
কবিতা :- একাকিত্ব , লেখক :- মোঃ পারভেজ মোশারফ