28 C
Dhaka
Sunday, March 26, 2023

এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী শনাক্ত

এক দিনে ৩৪৩ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংখ্যাটি চলতি বছরে এক দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২ সেপ্টেম্বর এক দিনে ৩৩০ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গি রোগী ২ হাজার ছাড়াল। এর মধ্যে মারা গেছেন ছয়জন।

চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর মধ্যে ঢাকাতেই ২৮৬ জন ও ঢাকার বাইরে ৫৭ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গি রোগী ১ হাজার ২৮১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে রয়েছে ১ হাজার ১৩৩ জন।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সীদের সংখ্যাই ২১ দশমিক ১ শতাংশ। আর ২১ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা ২৫ দশমিক ৪ শতাংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো