35 C
Dhaka
Wednesday, June 7, 2023

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ম্যাচে স্কটল্যান্ড ছুঁড়ে দিয়েছিল ১৪১ রানের এক লক্ষ্য। বাংলাদেশ সেটাও তাড়া করতে পারেনি। ৬ রানের ব্যবধানে হেরেছে ম্যাচটা। ম্যাচ শেষে ব্যাটিংয়ে ব্যর্থতার কথা বারবার বলছিলেন অধিনায়ক। পরদিন কোচ জানান, দলেও আসছে পরিবর্তন। সে পরিবর্তনই এল দলে। সৌম্য সরকারের বদলে দলে ঢুকলেন নাঈম শেখ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই রাসেল ডমিঙ্গো ইঙ্গিত দিয়েছেন এ পরিবর্তনের। টসের সময় নিশ্চিতহলো সেটাই। ওপেনার নাঈম শেখ ফিরেছেন একাদশে। সৌম্য সরকারের বদলে নামবেন ওপেনিংয়ে।

দলে এর বাইরে কোনো পরিবর্তন নেই। দেশের মাটিতে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলা নাসুম আহমেদ আজও থাকছেন দলের বাইরেই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ওমান একাদশ: যতিন্দর সিং, খাওয়ার আলি, আকিব ইলিয়াস, জিশান মাকসুদ (অধিনায়ক), কাশাপ প্রজাপতি, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, স্বন্দ্বীপ গোউদ, কলিমুল্লাহ ও বিলাল খান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো