34 C
Dhaka
Tuesday, June 6, 2023

এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ রক্ষা করল ইরানি নৌবাহিনী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী জাহাজ এডেন উপসাগরের দিকে যাওয়ার সময় জলদস্যুদের হাত থেকে রক্ষা করেছে দেশটির নৌবাহিনী। জাহাজটি এডেন উপসাগরের দিকে যাওয়ার সময় বাব আল-মান্দেব প্রণালীতে পৌঁছার আগেই জলদস্যুদের কবলে পড়ে।

আজ (সোমবার) এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী জানিয়েছে, আজ সকালের দিকে চারটি বোটে করে চার থেকে ছয় জন জলদস্যু ইরানের তেলবাহী জাহাজে হামলার চেষ্টা চালায়। কিন্তু ইরানি নৌবাহিনীর এস্কর্ট টিমের সময় উপযোগী পদক্ষেপের কারণে জলদস্যুরা সাথে পালিয়ে যেতে বাধ্য হয়। এসময় ইরানের নৌবাহিনী সতর্কতামূলক ফাঁকা গুলি ছোঁড়ে।

গত অক্টোবর মাসে এডেন উপসাগরে ইরানের একটি তেলবাহী জাহাজ জলদস্যুদের কবলে পড়ে তবে ওই এলাকায় টহলরত একটি ইরানি যুদ্ধজাহাজ তেলবাহী জাহাজের সাহায্যে এগিয়ে যায় এবং ইরানি নৌ সেনাদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি পর জলদস্যুরা পালিয়ে যায়।

ইরানি নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি এই ঘটনাকে ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছিলেন।

সুত্রঃ পার্সটুডে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো