34 C
Dhaka
Tuesday, June 6, 2023

এসডিজি অগ্রগতি পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ববি উপাচার্যের অভিনন্দন

আয়শা সিদ্দিকা উর্মি-ববি প্রতিনিধি ঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

বুধবার (২২ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দারিদ্রতা দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হওয়ায় প্রধানমন্ত্রীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

 স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি খ্যাত দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, “জাতিসংঘের এই পুরস্কার প্রধানমন্ত্রীকে আরও অনুপ্রেরনা জোগাবে এবং তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশ টেকসই উন্নয়নের মহাসড়কে অনেক দূর এগিয়ে যাবে। উপাচার্য মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো