24 C
Dhaka
Saturday, April 1, 2023

কচুয়া নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট): গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় নানা আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হ’য়েছে।
১১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় শিশুদের নিয়ে একটি রেলী শেষে শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এপির প্রোগ্রাম অফিসার সময় হালদারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, অবসরপ্রাপ্ত শিক্ষক সাংবাদিক সমির বরন পাইক।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের কচুয়া এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,শিউলি কস্তা,মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক সংগঠনের সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,সাংবাদিক সাইদ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, শিশু ফোরামের সদস্য প্রমূখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো