25 C
Dhaka
Sunday, May 28, 2023

কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত

নূরুল, রাঙ্গামাটি:- করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে অষ্টম দিনেও মাঠে রয়েছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদরের পুরাতন বাজার, ইসলামপুর, বগাছড়ি, ১৭মাইল নামক এলাকা, ১৮মাইল নামক এলাকা ও বেতছড়ি বাজারে করোনা নিয়ে এবং পাহাড় ধ্বস বিষয়ে মাইকিং প্রচারণাসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

এ সময় আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ও পুলিশ সদস্যসহ আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন মারফত জানা যায়, অভিযান পরিচালনাকালে সকল মুসল্লি মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে জুম্মার নামাজ আদায় করা, ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে যেখানে পাহাড় ধ্বসের সম্ভাবনা আছে, সেখান থেকে লোকজনদের সরে যেতে ও করোনা বিষয়ে মাইকিং করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমি ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহারের ৬টি ঘর পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এই সময় ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী বগাছড়ি এলাকার একজন দোকানদারকে তিনশত টাকা ও ৫ জন পথচারীকে ৮০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো