29 C
Dhaka
Thursday, March 23, 2023

কাতার বিশ্বকাপের প্রথম গোল পেনাল্টিতে

আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে কাতারের মাটিতে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছে স্বাগতিক কাতার। ম্যাচের ১৬ তম মিনিটে পেনাল্টি থেকে আসে এবারের বিশ্বকাপের প্রথম গোল।

ষোড়শ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে এনার ভ্যালেন্সিয়াকে বাজেভাবে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। স্বাগতিক গোলরক্ষক সাদকে হলুদ কার্ড দেওয়ার পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি।

আরও পড়ুন >> ছবিতে কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধন

স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এনার ভ্যালেন্সিয়া। আর তাতে কাতার বিশ্বকাপের প্রথম গোলদাতর হওয়ার কৃতিত্ব গড়েন ইকুয়েডরের অধিনায়ক। কাতারের জালে অবশ্য শুরুতেই বল জড়িয়েছিলেন ভ্যালেন্সিয়া। তবে তৃতীয় মিনিটের সে গোল শেষমেষ অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো