জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২তম আর্বতনের (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার) ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২ জন শিক্ষার্থী কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। দুই শিক্ষার্থী হলেন- মাছুদুর রহমান ও আতিকুর রহমান।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ২ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম।
আজকে পরীক্ষা নেওয়ার বিষয়ে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, এ বছরের মার্চ মাসে আমাদের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২ জন শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন। তাদের পরীক্ষা নিয়েছি সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। তাদের কারাগারে সব পরীক্ষা ও ভাইভা নেওয়া হবে। দুই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষার ব্যবস্থা করা হয়।
এবিষয়ে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের পরীক্ষা কমিটির (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার) সভাপতি ড. নুরুল আমিন বলেন, আমাদের দুইজন শিক্ষার্থী কারাগারে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ২ জনই একই ব্যাচের শিক্ষার্থী।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, কারাগারে পরীক্ষা নেওয়ার বিষয়ে নিয়ম আছে। শিক্ষার্থীদের আবেদনের পরে কোর্টের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরীক্ষা নেওয়া হয়েছে।